প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ : ১ম ধাপের পরীক্ষা ২ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের ৬টি বিভাগে ওইদিন সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে প্রথম ধাপের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ৫ নভেম্বর প্রথম ধাপে ছয়টি বিভাগ— রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ধাপে মোট ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি আবেদনপত্র জমা পড়েছে। প্রথম ধাপে শূন্য পদের সংখ্যা ছিল ১০ হাজার ২১৯টি। ফলে প্রতি পদের জন্য প্রায় ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, গত ১২ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের দুইটি বিভাগ— ঢাকা ও চট্টগ্রামের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শূন্য পদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬৬টি।
আরএইচটি/এমজে