মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন ও ভাতার সরকারি অংশের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত সময়ের পর নিজ নিজ হিসাব থেকে ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ছাড় হয়েছে। এর আওতায় মোট চারটি চেক ব্যাংক হিসেবে (অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে) আজ চেক হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষক ও কর্মচারীরা আজকের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে ডিসেম্বর ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
আরএইচটি/বিআরইউ