৫ জানুয়ারির কামিল পরীক্ষার সময় পরিবর্তন করল আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের চলমান কামিল পরীক্ষা ২০২৪ এর ৫ জানুয়ারির অনুষ্ঠিতব্য পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিনের পরীক্ষা পূর্বনির্ধারিত সকাল ৯টার পরিবর্তে দুপুর ১টায় শুরু হবে।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাহ উদ্দিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৫ জানুয়ারি (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি চলমান পরীক্ষা ২০২৪ এর সময় পরিবর্তন করা হয়েছে। ওই দিনের পরীক্ষা সকাল ৯টা পরিবর্তে দুপুর ১টায় শুরু হবে।
এতে আরও জানানো হয়, পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে এবং শুধুমাত্র সময় পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, দেশের সব জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কামিল প্রথম ও দ্বিতীয় পর্বের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
আরএইচটি/জেডএস