এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানদের শূন্যপদের তালিকা চেয়েছে এনটিআরসিএ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধান পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে শূন্যপদের অনলাইন সফটকপি তালিকা চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদের তথ্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের অধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ সুপারিশ এনটিআরসিএর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সভা ২০২৫ সালের ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিয়োগ সুপারিশ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য অধিদপ্তরভিত্তিক নির্ভুল শূন্যপদের চাহিদা সংগ্রহ করা জরুরি। সেজন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে সফটকপি আকারে শূন্যপদের তালিকা সংগ্রহ করা প্রয়োজন।
এমতাবস্থায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধান পদে নিয়োগ সুপারিশের উদ্দেশ্যে নির্ধারিত ‘ছক’ ব্যবহার করে শূন্যপদের অনলাইন সফটকপির তালিকা এনটিআরসিএতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ নিজস্ব পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা তৈরি করে থাকে এবং সেই তালিকার ভিত্তিতেই প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ পাঠানো হয়। সম্প্রতি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্বও এনটিআরসিএকে দেওয়া হয়েছে।
আরএইচটি/এমএন