১২ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ৩৮ কোটি টাকার অনুদান

দেশের উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী গবেষণার লক্ষ্যে ৯টি সরকারি ও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮ কোটি ২১ লাখ টাকার চুক্তি সই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২০টি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি-ভিত্তিক সমাধান ও কম্পিউটার বিজ্ঞানে অত্যাধুনিক গবেষণার সুযোগ তৈরিতে এই অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ত্রিপক্ষীয় চুক্তি সই হয়।
ইউজিসি সচিব, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং উপপ্রকল্পের প্রধান গবেষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে এই গবেষণা সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। গবেষকদের বরাদ্দকৃত অর্থের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, সমাজের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
সংশ্লিষ্টরা জানান, গত বছরের সেপ্টেম্বরে গবেষণা প্রস্তাব আহ্বান করা হলে ১৬২টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১২টি বিশ্ববিদ্যালয়ের ২০টি উপপ্রকল্প চূড়ান্ত করা হয়।
অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে– ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
বরাদ্দের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সর্বোচ্চ ৫টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৩টি উপপ্রকল্পের জন্য অনুদান পেয়েছে।
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হচ্ছে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৩০০ কোটি টাকা, যার সিংহভাগ অর্থায়ন করছে এডিবি।
আরএইচটি/বিআরইউ