২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষার পূর্ণ সূচি প্রকাশ

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। এতে জুনে অর্ধবার্ষিক, নভেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। দাখিল স্তরের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া, বার্ষিক পরীক্ষা এবং আলিম স্তরের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার অজুহাতে মাদ্রাসায় ছুটি দেওয়া যাবে না এবং শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে না। পরিদর্শন বা সংবর্ধনার নামে শিক্ষার্থীদের ক্লাস থেকে সরিয়ে নেওয়া কিংবা শিক্ষাকার্যক্রম ব্যাহত করা নিষিদ্ধ করা হয়েছে।
তবে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলোতে, যেমন- ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। আর এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিষয়ভিত্তিক অনুষ্ঠান আয়োজন করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার ঘোষিত সব সাধারণ ছুটি (পাবলিক হলিডে) ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ৭০ দিনের ছুটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজনে ছুটির সময় ভর্তি পরীক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা গ্রহণের জন্য মাদ্রাসা খোলা রাখা যাবে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া, পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদ্রাসা ছাড়া অন্য সব মাদ্রাসায় পরীক্ষার সময়েও নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থায় পাঠদান বন্ধ রাখা যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএইচটি/এমজে