পে-স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৯ম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) এর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সংগঠনটি আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশ নেওয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ৪ ফেব্রুয়ারির মধ্যে পে-স্কেল প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সব জেলায় মানববন্ধনের আয়োজনের কথাও জানানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সই করা এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর দফায় দফায় দ্রব্যমূল্য বেড়েছে। ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। পে-স্কেল জারি না করলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় কেন হলো।
দাবি আদায় ঐক্য পরিষদ ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে নিজস্ব কর্মসূচি ঘোষণা করছে।
বিবৃতিতে জানানো হয়, জোটের নেতাদের সভার সিদ্ধান্ত ২৯ জানুয়ারি দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএসএ