সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হতে শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট, ডকুমেন্ট শেয়ার বা স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র ও নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিহারযোগ্য বিষয়ে পোস্ট বা বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করছেন, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে বিব্রত করছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি পরিপন্থি এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। পাশাপাশি এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের আওতায় পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সে ধারাবাহিকতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএসএ