স্থায়ী সনদ পেল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২১, ০৬:২৫ পিএম


স্থায়ী সনদ পেল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি স্থায়ী সনদ পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক চিঠির মাধ্যমে স্থায়ী সনদ প্রাপ্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে। 
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সব শর্ত পরিপূর্ণভাবে পূরণ করায় সরকার অতি সম্প্রতি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস স্থাপন, নির্মাণ ও পরিচালনার জন্য এ স্থায়ী সনদ দেওয়া হয়েছে। 

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত সিকদার জানান, ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির গাইডলাইন অনুসরণ করে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকার উত্তরায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় ২০১৭ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

অতীতের ন্যায় ভবিষ্যতেও এ বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা মোতাবেক গবেষণা খাতে অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করে শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে বদ্ধপরিকর ও অঙ্গীকারবদ্ধ বলেও জানান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।  

এইউএ/আরএইচ

Link copied