খাদ্য অধিদপ্তরের দুই পরীক্ষার তারিখ ঘোষণা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২১, ০৩:৪৫ পিএম


খাদ্য অধিদপ্তরের দুই পরীক্ষার তারিখ ঘোষণা

খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। 

সহকারী প্রোগ্রামারের লিখিত পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি আর উপ-সহকারী প্রকৌশলীর লিখিত পরীক্ষা হবে ১১ ফেব্রুয়ারি। দুটি পরীক্ষায় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ ফেব্রয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার দুটির তারিখ জানানো হয়।

পরীক্ষার কেন্দ্র, আসন ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর আগে গত ২০২০ সালে মার্চ মাসে এ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এনএম/ওএফ

Link copied