সর্বাধিক বিক্রিত বই জুনায়েদ ইভানের!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ মার্চ ২০২২, ০৬:৫৬ পিএম


সর্বাধিক বিক্রিত বই জুনায়েদ ইভানের!

দেশে বই বিক্রির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রকমারি। সারা বছরই এই প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার বই বিক্রি হয়। তবে ফেব্রুয়ারি তথা বইমেলার মাসে বিক্রির পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ। এ উপলক্ষে বেস্ট সেলার অ্যাওয়ার্ডও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। অর্থাৎ যেসব বই সবচেয়ে বেশি বিক্রি হয়, সেগুলোর লেখককে পুরস্কৃত করা হয়।

এবারের বইমেলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক বিক্রিত ফিকশন বইয়ের তালিকায় শীর্ষে রয়েছে ‘অন্যমনস্ক’। এটি রচনা করেছেন জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কাণ্ডারি জুনায়েদ ইভান।

রকমারির ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে, বেস্ট সেলার বই ক্যাটাগরির ফিকশন বিভাগে এক নম্বরে রয়েছে ‘অন্যমনস্ক’ বইটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সাদাত হোসাইনের লেখা ‘ইতি স্মৃতিগন্ধা’ ও মালিহা তাবাসসুম রচিত ‘অ্যাকিলিসের টেন্ডন’।

Dhaka Post

বেস্ট সেলারের শীর্ষে নিজের বই দেখে উচ্ছ্বসিত জুনায়েদ ইভান। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘মানুষ বই কিনছে, এটা লেখককে উৎসাহ দেয়। আমি আশা করি, বইয়ের সঙ্গে তারা নিজেদের নিত্য জীবনকে সম্পৃক্ত করবেন। শুধুমাত্র আমার বই না, অন্যান্য গুণী লেখক যারা আছেন, সবার বই তারা সংগ্রহ করবেন।’

আগামীতেও বই লেখা চালিয়ে যাবেন জানিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘যখন দেখি মানুষ বই কিনছে, পড়ছে, তখন আসলে নতুন বই লেখার উৎসাহ পাই। আশা করি আমার সামনের বইগুলোও পাঠকেরা পছন্দ করবেন।’

এর আগে গত বই মেলায় ‘শেষ’ নামে একটি উপন্যাস লিখেছিলেন জুনায়েদ ইভান। পাঠকের অসামান্য সাড়ায় সেটি বেস্ট সেলার উপন্যাস হয়েছিল। এবার তিনি উপহার দিলেন ছোটগল্পের বই ‘অন্যমনস্ক’।

বইটি সম্পর্কে জুনায়েদ ইভানের ভাষ্য, ‘যখন কেউ সাবজেক্ট-অবজেক্টে খেই হারিয়ে এলোমেলো চিন্তা করে, তখন সেটা কীভাবে সম্পন্ন হয়? কিংবা কল্পনা করার ধাপগুলো কেমন করে বিভ্রমে রূপ নেয়? মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান টার্মস নিয়ে গল্পগুলো লেখা হয়েছে।’

কেআই

Link copied