বিয়ের পরও মায়ের সঙ্গেই থাকতে চান সারা আলী খান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:২২ পিএম


বিয়ের পরও মায়ের সঙ্গেই থাকতে চান সারা আলী খান

মা অমৃতা সিংয়ের সঙ্গে সারা আলী খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের প্রথম সংসারের কন্যা সারা আলী খান। তার জীবনের বেশির ভাগ সময় কেটেছে মা অমৃতা সিংহের সঙ্গে। সাইফ-অমৃতার যখন বিচ্ছেদ হয়, তখন সারার বয়স মাত্র ৯। এর পর মায়ের কাছে থেকেই বড় হয়েছেন অভিনেত্রী। আর তাই মায়ের প্রতি তার ভালোবাসাটাও অনেক বেশি।

Dhaka Post
মা অমৃতা সিংয়ের সঙ্গে সারা আলী খান 

মাকে একা রেখে কোথাও যাওয়ার ইচ্ছা নেই সারার। এমনকি বিয়ের পরও মা অমৃতা সিংহের সঙ্গেই থাকতে চান। এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি সারা জীবন আমার মায়ের সঙ্গে থাকব বলে ঠিক করেছি। এই কথাটা বললে মা আমার ওপর রেগে যায়। কারণ আমার বিয়ে নিয়ে তিনি অনেক কিছু ভেবে রেখেছেন। কিন্তু বিয়ের পরেও তো মা আমার সঙ্গে এসে থাকতে পারে, তাই না?’

Dhaka Post
সারা আলী খান 

মা যেমন সারার সবচেয়ে ভালো বন্ধু, তেমনি মাকে অনেক ভয়ও পান সারা। অভিনেত্রীর ভাষ্য, ‘মায়ের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। কিছুদিনের জন্য দূরে গেলেও মাকে মিস করি। মায়ের কাছে আমি কিছু লুকাই না। কিন্তু মাকেই আবার সবচেয়ে বেশি ভয় পাই।’

আরআইজে

Link copied