মেহজাবীনের ভাবনায় ‘সাবরিনা’ এবং একজন নারী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৮ মার্চ ২০২২, ০৪:৫২ পিএম


মেহজাবীনের ভাবনায় ‘সাবরিনা’ এবং একজন নারী

এক যুগের ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দেশীয় নাটকের অঘোষিত রানি মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে জাহির করেছেন ‘মেহু’।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন চট্টগ্রামের এই কন্যা। যার শিরোনাম ‘সাবরিনা’। এটি নির্মাণ করেছেন মেহজাবীনের শহর চট্টগ্রামেরই ছেলে আশফাক নিপুণ।

সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। তাদের গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়েব সিরিজে। নারীকেন্দ্রিক গল্পের এই সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে আজ, বিশ্ব নারী দিবসকেই। টিজার প্রকাশনা অনুষ্ঠানে এই সিরিজ নিয়ে নানান কথা বলেন মেহজাবীন। জানিয়েছেন সমাজে নারীদের বর্তমান অবস্থান নিয়ে নিজের মতামতও।

মেহজাবীন বলেন, ‘আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে এই সিরিজ। এটি দর্শকদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। এখানে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রকৃতপক্ষে আমাদের সমাজের সব নারীর গল্প।’

Dhaka Post
ওয়েব সিরিজ ‘সাবরিনা’র টিজার

অভিনেত্রী বলেন, ‘এই ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। এখানে দর্শক আমাকে ডা. সাবরিনা হিসেবে দেখতে পাবেন। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। এত বড় ক্যানভাসে এর আগে কখনো ডা. চরিত্র করা হয়নি। আমি যখন ক্যারেক্টারটা পাই, আশফাক ভাই যখন গল্পটা শোনান, তখন আমার মনে হয়েছে এটা একটা চ্যালেঞ্জিং চরিত্র। আমি যদি ঠিকঠাক করতে পারি তাহলে সবাই অবশ্যই পছন্দ করবে। এই গল্পের মধ্যে কিছু মেসেজ আছে। যা খুবই শক্তিশালী এবং ২০২২ সালে এই ধরনের মেসেজে’সহ গল্প খুব কমই পাওয়া যায়। তাই আমি এই গল্পটাকে ভালোবেসেছি।’

নারী দিবস এবং সমাজে নারীদের বর্তমান অবস্থান নিয়েও মুখ খোলেন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই নারী অভিনেত্রী। তার ভাষ্য, ‘একদিন না, প্রত্যেকটা দিনই নারী দিবস হওয়া উচিত। কারণ নারীদের সামাজের প্রতি যে অবদান তা অনেক বেশি। তা একদিনে পূর্ণাঙ্গ করা যায় না।’

এই তারকার কথায়, ‘আমি বলব নারীভিত্তিক যে গল্পগুলো আছে সেগুলোকে সুযোগ দেবেন। নারী প্রধান গল্পগুলোকে দেখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীকে মন থেকে রেসপেক্ট করতে হবে। একটা দিন (নারী দিবস) ফেসবুকে লিখে দিলে হয় না। এটা আসলে মন থেকে আসতে হবে। মন থেকে নিজেকে বদলাতে হবে। সমান মনে করতে হবে। মেয়ে-ছেলে সমান এটা নিজের মধ্য থেকে মনে করতে হবে। এটা যখন আমরা বুঝতে পারব আমার মনে হয় তারপর থেকে আলাদা করে আর নারী দিবস উদযাপন করতে হবে না।’
Dhaka Post
ডা. সাবরিনা চরিত্রে মেহজাবীন

এদিন নিজের ফেসবুক পেজেও নারীদের নিয়ে কথা বলেন মেহজাবীন। তার কথায়, ‘সমাজের চোখে সেরা হবার জন্য আমরা নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আলাদা। আর তাই অন্যের কাছে সেরা হবার চেষ্টা না করে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। এই সত্তাই আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে। নারীদের পাশে যারা আছেন, থাকবেন, সেসব পুরুষ বন্ধুদের এবং অবশ্যই নারী বন্ধুদের আজকের এই দিনে জানাই বিশেষ শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০০৯ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন। এরপর থেকেই টানা কাজ করছেন। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে। সম্প্রতি অভিনয় জীবনের যুগ পূর্তি করেছেন। মেহজাবীন অভিনয় করেছেন ৪৪৫টিরও বেশি নাটকে। বিজ্ঞাপন করেছেন ৮০টিরও বেশি। কাজের এই সীমানটাকে আরও বহুদূর ছড়িয়ে দিতে চান তিনি।

আরআইজে

Link copied