শতাব্দী ওয়াদুদ ‘নিখোঁজ’, খুঁজছে পরিবার!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৪ মার্চ ২০২২, ০২:৫৮ পিএম


শতাব্দী ওয়াদুদ ‘নিখোঁজ’, খুঁজছে পরিবার!

এক ছুটির দিনে ফারুক আহমেদ তার পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবনকে পাল্টে দেয়। একদল অচেনা লোক পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা। এই ঘটনার পর ফারুক সাহেবের মেয়ে সাফিয়া তার নিখোঁজ বাবাকে খুঁজতে থাকে। দিন যায়, সপ্তাহ, মাস বছর যায়। নিখোঁজ ফারুক আহমেদ কে কী তার সন্তানেরা খুঁজে পাবে?

এমনই ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। পরিচালনায় রিহান রহমান। ৬ পর্বের তারকাবহুল এ সিরিজের মাধ্যমে বহুদিন পর পর্দায় দেখা যাবে গুণী অভিনেত্রী আফসানা মিমিকে। এর মাধ্যমেই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তার।

Dhaka Post

এছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ান প্রমুখ।

আগামী ১৭ মার্চ রাত ৮টায় চরকিকে উন্মুক্ত হবে সিরিজটি ‘নিখোঁজ’। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে টিজার।

পরিচালক রিহান রহমান, ‘এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও এই প্রথম ওয়েব সিরিজ বানালাম। এখানে আমি একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’

ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রসিউসার হিসেবে রয়েছে নির্মাতা আদনান আল রাজীবের ‘রান আইট ফিল্মস’।

আরআইজে

Link copied