মঞ্চে উঠে গায়িকাকে কোলে তুলতে গেলেন শ্রোতা, অতঃপর...

কনসার্টে গান গাওয়ার সময় আচমকা হেনস্তার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। মঞ্চে পারফরম্যান্স চলাকালীন হঠাৎ এক শ্রোতা ওপরে উঠে এসে তাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। গত রোববার রাতের এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দর্শকরা জানান, ওই রাতে হাজার হাজার শ্রোতার উপস্থিতিতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা। তিনি যখন গানে মগ্ন ছিলেন, ঠিক তখনই এক যুবক নিরাপত্তার বেষ্টনী টপকে মঞ্চে উঠে পড়েন এবং কনিকাকে জাপটে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেন। এমন আকস্মিক ঘটনায় গায়িকা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও গান থামাননি। দ্রুত নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই যুবককে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রকাশ্য জনসমাবেশে একজন নারী শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটিজেনের মন্তব্য, ‘যদি হাজার মানুষের সামনে একজন নারী নিরাপদ না হন, তবে একাকী চলাচলের সময় নিরাপত্তা নিয়ে ভাবলে আতঙ্কিত হতে হয়।’ অনেকে ওই যুবককে ভক্ত না বলে ‘হেনস্তাকারী’ হিসেবে অভিযুক্ত করেছেন।
বলিউড সংগীত জগতের অন্যতম সফল কণ্ঠশিল্পী কনিকা কাপুর। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি পরিচিত। গায়িকা বা তার দলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে তাএমন নিরাপত্তাহীনতার চিত্র সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ডিএ