আসছে সোহমের কলকাতার হ্যারি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২২, ০৮:০২ এএম


আসছে সোহমের কলকাতার হ্যারি

কলকাতায় হাজির হ্যারি পটার! পর্দায় তাকে নিয়ে আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ছবির নাম কলকাতার হ্যারি। এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু সোহমের। ছবির পরিচালক রাজদীপ ঘোষ। 

ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন সোহম, সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তার মতে, এই ছবি হলো একটু যাদু, একটু গল্প, একটু ছোঁয়া রূপকথার।

ছোটবেলায় ফিরে যেতে কে না ভালোবাসে, ছোটবেলার দিনগুলো ফিরে পেতে চায় সবাই। তার নতুন ছবির হাত ধরে এবার দর্শকদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চলেছেন সোহম চক্রবর্তী। 

না! এই গল্পের সঙ্গে হ্যারি পটারের কোনো যোগ নেই। এই গল্প হরিনাথের। এই ছবিতে সোহম একটি পুলকারের চালক যার নাম হরিনাথ, হরিনাথই এই গল্পের হ্যারি। সে গল্প বলতে ভালোবাসে। গল্পের ভিতরে গল্প, গল্পকারের স্বপ্ন দেখার গল্প উঠে আসবে ছবির চিত্রনাট্যে। 

গত বছর জানুয়ারিতে কলকাতার আনাচে কানাচে এ ছবির শ্যুটিং করেছে। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গতবছরই। কিন্তু নানা কারণে পিছিয়ে যায় ছবি মুক্তি। অবশেষে আগামী ৬ মে বড়পর্দায় আসতে চলেছে কলকাতার হ্যারি।

ওএফ

Link copied