হিন্দি গানের মডেল নায়ক শিপন, সঙ্গে সুস্মিতা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৮ মার্চ ২০২২, ০১:০০ পিএম


হিন্দি গানের মডেল নায়ক শিপন, সঙ্গে সুস্মিতা

‘লাল শাড়ি পরিয়া’, ‘ও পরান বন্ধুয়া’, ‘রক্ত আলতা পায়ে’ , ‘যায়রে যায় কন্যা যায়’সহ অনেকগুলো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন গায়ক সোহাগ। এই শিল্পী এবার শ্রোতাদের সামনে ভিন্নরূপে হাজির হচ্ছেন। এই প্রথম হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন সোহাগ।

সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। গানটিতে মডেল হয়েছেন চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র ও ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার খ্যাত সুস্মিতা সিনহা।

ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সোহাগ। কথা লিখেছেন ইমরান। খুব শীঘ্রই ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।

আরআইজে

Link copied