আড়াই হাজার টাকার বিপদে রাজকুমার রাও

জালিয়াতির খপ্পড়ে পড়েছেন অভিনেতা রাজকুমার রাও। তার প্যান কার্ডের অপব্যবহার করে টাকা লোন করেছেন কেউ। আর তাতে বিপাকে পড়েছেন অভিনেতা।
টুইটারে তিনি লিখেছেন- আমার প্যান কার্ডের অপব্যবহার করে কেউ আড়াই হাজার টাকা লোন করেছেন। মাত্রা ছোট হলেও সম্পূর্ণ কাজটি অন্যায় এবং এই কারণেই আমার সম্পূর্ণ সিবিল স্কোর প্রভাবিত হয়েছে।
কর্তৃপক্ষের কাছে অভিনেতার আর্তি যাতে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হয় এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়।
পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। আয়কর রিটার্ন দাখিল করা হোক বা ব্যাংক সম্পর্কিত কোনো কাজ, প্যান কার্ড ছাড়া সবই অচল। প্যান কার্ড নম্বরে কোনো ব্যক্তির কর এবং বিনিয়োগ সম্পর্কিত ডেটা থাকে।
এবারই প্রথম নয়, এর আগেও একবার জালিয়াতির শিকার হয়েছেন রাজকুমার। তার নাম ব্যবহার করে তিন কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় বিপাকে পড়েছিলেন অভিনেতা। ঘটনার তদন্ত দাবি করেছেন রাজ, তার বক্তব্য অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন, নইলে বড় মুশকিল হতে পারে।
এনএফ