‘সার্ভিস বাস’ নিয়ে আসছেন গায়ক আরিফ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল ২০২২, ০৭:১০ পিএম


‘সার্ভিস বাস’ নিয়ে আসছেন গায়ক আরিফ

আসন্ন ঈদকে সামনে রেখে নতুন একটি গান-ভিডিও নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক মো. আরিফুল ইসলাম আরিফ। গানটির শিরোনাম ‘সার্ভিস বাস’। কথা লিখেছেন মো. তানভীর আলম রিমন। সুর করেছেন আরিফ নিজেই। যৌথভাবে সংগীতায়োজন করেছেন যাকির আহমেদ ও আরিফ।

আগামী ২০শে এপ্রিল ইউটিউবে আরিফের অফিসিয়াল চ্যানেল ‘সিঙ্গার আরিফ অফিসিয়াল’ থেকে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে।

আরিফ জানান, ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। মডেল হিসেবে রয়েছেন হায়াত ও নিয়াজ। ভিডিওটি নির্মাণ করেছেন রাজু আহমেদ।

গানটি নিয়ে আরিফ বলেন, ‘নতুন এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গান-ভিডিও দুটিই যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৫’ এর শীর্ষ প্রতিযোগিদের মধ্যে ১১তম ছিলেন আরিফ। এখন পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে-‘দাও হাত বাড়িয়ে’ (২০১০), ‘রোদেলা’ (২০১২) এবং ‘দাও হাত বাড়িয়ে ২’ (২০১৩)।

আরআইজে

Link copied