তৌসিফ-ফারিণের ঈদের নাটক ‘মনে মনে’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২২, ০১:০১ পিএম


তৌসিফ-ফারিণের ঈদের নাটক ‘মনে মনে’

ছোট পর্দার জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অন্যরকম একটি প্রেমের নাটকে অভিনয় করলেন। এর নাম ‘মনে মনে’। সোমবার (২৫ এপ্রিল) থেকে গুলশান ২ নম্বরে একটি নান্দনিক বাড়িতে ঈদের নাটকটির শুটিং চলছে। এটি লিখেছেন ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘একটা ছেলে একটা মেয়েকে মনে মনে ভালোবাসে। কিন্তু সে কখনো বলে না। এমনই গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। নাটকটিতে প্রেম, আবেগ, টুইস্ট সবই থাকছে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মনে মনে’ নাটকের সংলাপ শেয়ার করেছেন রাজ-‘তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য! আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা।;

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিকন নূর, দিশা, অন্বেষা, মিজু ও হাসান।

‘মনে মনে’ নাটকের শিরোনাম গানটি গেয়েছেন এসটিএ তূর্য। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লিখেছেন রবিউল ইসলাম জীবন। ঈদের দিন ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উন্মুক্ত করা হবে নাটকটি।

আরআইজে

Link copied