রন্টি দাশের ঈদ উপহার আসছে চাঁদরাতে

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০১ মে ২০২২, ০১:২২ পিএম


রন্টি দাশের ঈদ উপহার আসছে চাঁদরাতে

সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘কোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ দিয়ে পরিচিতি পান মেধাবী গায়িকা রন্টি দাশ। মৌলিক ক্যারিয়ারে এসেও নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এবারের ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে তার নতুন গান।

এর শিরোনাম ‘রাত্রি পোহালে আলোর পথে যাত্রা হবে’। এটি লিখেছেন সুমন সরদার। সুর ও সংগীতায়োজনে অশোক পাল। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ফয়সাল।

নতুন এই গান নিয়ে রন্টি দাশ বলেন, ‘খুব সুন্দর একটি গান। রোম্যান্টিক মুডের গান। এই গান নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। কারণ অনেক বছর পর এবারের চাঁদরাতে অনেক গান রিলিজ হচ্ছে। এর মধ্যে আমার গানটিও আছে। গান কেমন হয়েছে, সেটা শ্রোতারা বিবেচনা করবেন। তবে আমি ভালো কিছুরই প্রত্যাশা করছি।’

রন্টি জানান, ঈদ উপলক্ষে চাঁদরাতে সুরেলা সংগীত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

কেআই

Link copied