বাবা দিবসের মডেল পিন্টু ঘোষ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ জুন ২০২২, ০৫:০২ পিএম


বাবা দিবসের মডেল পিন্টু ঘোষ

আগামী ১৯ জুন বিশ্ব বাবা দিবস। বাংলাদেশেও দিবসটি নানান আয়োজনে পালিত হয়। এবারের বাবা দিবস উপলক্ষ্যে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের পোশাকের মডেল হয়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার পিন্টু ঘোষ।

বিশেষ এই দিবসে বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙ-এ থাকছে বিশেষ ছাড়। অনলাইন ও যে কোন শোরুম থেকে পোশাক কিনলেই ৩০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর সেই বিজ্ঞাপনেরই মডেল হয়েছেন পিন্টু ঘোষ।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বিশ্বরঙের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। পোশাকগুলোতে উজ্জল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

আরআইজে

Link copied