কেকের মৃত্যুর অভিজ্ঞতায় অনুপম রায়ের অনুষ্ঠানে বাড়তি সতর্কতা 

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১২ জুন ২০২২, ০৭:৫২ এএম


কেকের মৃত্যুর অভিজ্ঞতায় অনুপম রায়ের অনুষ্ঠানে বাড়তি সতর্কতা 

গত মাসের শেষ দিকে কলকাতায় একটি কনসার্ট শেষে হোটেলে গিয়ে অসুস্থ হয়ে পড়ার মৃত্যু হয় বলিউড সিঙ্গার কেকের। তার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে কনসার্টের উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়েও। 

কেকের মৃত্যুর পর শনিবার কলকাতায় ফের অনুষ্ঠিত হলো কোনো কলেজের অনুষ্ঠান। এতে গাইলেন অনুপম রায়। 

কনসার্টে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার জন্য হলের বদলে বেছে নেওয়া হয় ওপেন স্টেজ। অতিরিক্ত গরম এবং আর্দ্রতা এড়াতে রাখা হয় কুলার। 
অনুষ্ঠানস্থলের পাশেই ছিল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। সেই সঙ্গে স্থানীয় হাসপাতালগুলোকেও জানিয়ে রাখা হয়- যাতে কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিশৃঙ্খলা এড়াতে ওই কলেজের শিক্ষার্থী বাদে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।  

৩০ ও ৩১ মে দুটি কলেজের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যান কেকে। নজরুলমঞ্চে অনুষ্ঠান করার পরই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই ঘটে যায় অঘটন। তার ম্যানেজারের দাবি অনুয়ায়ী হোটেলের ঘরে ঢুকে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এনএফ

Link copied