নাসিরের লাইভ শেয়ার করে যা লিখলেন প্রাক্তন প্রেমিকা!

ক্রিকেটার নাসিরের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিতর্ক চলছেই। এতদিন এসব নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে ২৪ ফেব্রুয়ারি (বুধবার) কথা বলতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। যেটি বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ দেখানো হয়।
সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘তামিমা আমার বন্ধুত্ব ছিল সাড়ে চার বছর, তারপর প্রেম, বিয়ে। আমার মনে হয় আমি বা ও যথেষ্ট পরিণত। আমরা বিয়ে করেছি, সেটা ইসলামিক শরীয়ত সম্মতভাবে সবাইকে জানিয়ে। আমাদের মনে কিছু থাকলে এমনটা করতাম না, আমরা হুট করে বিয়ে করতাম।’
বিয়ের প্রসঙ্গে নাসির আরও বলেন, ‘আমরা সবাইকে জানিয়ে, পুরো মজার সঙ্গে বিয়ে করেছি। আমি সবকিছুই জানি ওর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। আমরা যা করেছি বৈধভাবে করেছি, অবৈধভাবে কিছু করিনি।’
বিতর্কের মূল কারণ নাসিরের স্ত্রী তামিমা। তার প্রাক্তন স্বামী রাকিবের অভিযোগ ডিভোর্স না দিয়েই আবারও বিয়ে করেছেন তামিমা। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তামিমা বলেন, ‘আমি তালাকের জন্য ২০১৬ সালে এপ্লাই করি। পরের বছর সেটা এপ্রুভ আসে। সব আইন মেনে ডিভোর্স হয়। পরিবার ও তিনি (রাকিব) সবাই এটা সম্পর্কে জানতেন। উনি যেটা করছেন, কেন করছেন, সেটা আপনাদের সবারই বোঝা হয়ে গেছে। উনি যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস, আমাদের বিয়ে হয়েছে আর বাচ্চা আছে ছাড়া, সবগুলোই মিথ্যা।’
এই বিতর্কের সঙ্গে শুরু থেকে যুক্ত আছেন নাসিরের প্রাক্তন প্রেমিকা সুবাহ শাহ হুমায়রা। সামাজিক মাধ্যমে বিভিন্ন সমালোচনা তুলে ধরেন নাসিরকে নিয়ে। বুধবারের লাইভ শেয়ার করে তিনি লেখেন, ‘চরম লজ্জাশীল মহিলা তামিমা খালাম্মা।’ পোস্টের শেষে অট্টহাসির এক ইমো দেন।
এমআরএম