নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ীর গান ভাইরাল

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২২, ০১:৩৬ পিএম


নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ীর গান ভাইরাল

নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসান। একটি হার্ডওয়্যারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ৮ মাস আগে দোকান বন্ধ করতে বাধ্য হন তিনি। ব্যবসার লোকসান, ব্যক্তিগত জীবনে অভাব-অনটন ও সমস্যার গল্প নিয়ে আলী বেঁধেছেন একটি র‍্যাপ গান। যেটার নাম দিয়েছেন ‘ব্যবসার পরিস্থিতি’।

প্রকাশ্যে আসার পরই গানটি ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ-গ্রুপে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ের কথা বলা এই গান। শুক্রবার (১৩ আগস্ট) গানটি প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর নিজেই করেছেন আলী হাসান নিজেই। গানটির ভিডিওতে অভিনয় করতেও দেখা গেছে তাকে। এতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ভিডিওর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইশা খান দূরে।

song
গানের পোস্টার

আলী হাসান বলেন, ‘বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতি বিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরালের জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছি।’

উল্লেখ্য, ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত আলী হাসান। বেশ কয়েকটি কনসার্টে গান করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‍্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই তার। বরং জীবন গোছাতে তিনি বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।

ভাইরাল ‘ব্যবসার পরিস্থিতি’ শুনতে ক্লিক করুন

কেআই/আরআইজে

Link copied