পপ তারকা জানে আলম স্মরণসভা

২ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে মারা যান দেশের জনপ্রিয় পপ সংগীতশিল্পী জানে আলম। তার স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মিউজিক ইন্ড্রাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। তিনি নিজেও এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
৮ মার্চ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৫টায় মগবাজারের মধুবাগ মাঠে হবে এই আয়োজন। এতে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়াও জানে আলমের পরিবারের লোকজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী এবং এমআইবির সদস্যরা উপস্থিত থাকবেন।
গানে কণ্ঠ দেওয়া ছাড়াও জানে আলম ছিলেন একাধারে একজন সুরকার, গীতিকার ও প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দোয়েল প্রোডাক্টস। তার গাওয়া গানের সংখ্যা প্রায় ৪ হাজার। এছাড়া তার লেখা, সুরে রয়েছে প্রায় তিন হাজার গান।
জানে আলমের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘স্কুল খুইলাছেরে মাওলা’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’, ‘তুমি পিরিতি শিখাইয়া’, ‘দয়াল বাবা কেবলা কাবা’ প্রভৃতি।
আরআইজে