নিন্দুকদের ‘ছাগল’ বললেন রূপম!

কলকাতার জনপ্রিয় রক ব্যান্ড ফসিলস দেখতে দেখতে ২৫ বছর পূর্ণ করে ফেলেছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। বিভিন্ন প্রান্ত থেকে রূপম তথা ফসিলস ভক্তরা ভিড় জমায় সেই অনুষ্ঠানে।
মঞ্চে রূপম আচমকাই বলে ওঠেন, ‘একটি ছাগল আমায় বলেছিল, ছাগলের নামটা বলতে পারলে ভালো হতো, কিন্তু সে সব নাম আমি মনে রাখি না। ফসিলস দুটো অ্যালবামের ব্যান্ড। তাহলে আজকে যে গানগুলো হলো সেগুলো দুটো অ্যালবাম থেকেই হলো তো? হয়নি তো?'
এরপর তাকে এমন একাধিক গানের নাম বলতে শোনা যায় যা ফসিলসের একাধিক অ্যালবাম থেকে নেওয়া।
মূলত বিভিন্ন সময় গান নিয়ে যে নিন্দুকরা ফসিলসের সমালোচনা করে থাকে তাদেরকে উদ্দেশ্য করে কড়া এই উত্তর দেন রূপম। কথার মাধ্যমে গায়ক বুঝিয়ে দেন, ফসিলস কেবলই একটা ব্যান্ড নয়, বরং একটা আবেগ। একটা গোটা প্রজন্মের মাঝে ছড়িয়ে আছে সেই আবেগ।
আর তাই তো ফসিলসের ২৫ তম জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় ব্যান্ডটিকে ঘিরে তুমুল চর্চা হতে দেখা গিয়েছে। এই চর্চায়, উচ্ছ্বাসে নাম লিখেছিলেন বহু তারকাও।
সূত্র : হিন্দুস্তান টাইমস