এবার গোয়েন্দা চরিত্রে কারিনা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ এএম


এবার গোয়েন্দা চরিত্রে কারিনা

ফের নতুন চরিত্রে পর্দায় ফিরছেন কারিনা কাপুর খান। এবার তাকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। পরিচালক হনসল মেহেতার নতুন ছবি ‘বাকিংহাম মাডার্স’ ছবিতেই গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন তিনি।

জানা গেছে, হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ কেট উনসলেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার আদলেই তৈরি হয়েছে কারিনার এই চরিত্র। এই ছবির শুটিং সদ্য শেষ করেছেন সাইফ পত্নী।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘মেয়ার অব ইস্টটাউন আমার ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হনসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এসেছিলেন, আমি শুধু বললাম, এমন কাজের জন্যই বেঁচেছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথম বার। চরিত্রটি করতে পেরে আমি সত্যিই ধন্য।’

অন্যদিকে পরিচালক সুজয় ঘোষের একটি থ্রিলার ছবির শুটিংও শেষ করেছেন কারিনা। ছবির শুটিং হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। এই ছবির পরেই হনসল মেহেতার নতুন ছবি সই করেছিলেন কারিনা কাপুর খান।

সূত্র : সংবাদ প্রতিদিন

জেডএস

Link copied