‘ফুলশয্যার রাত’ কেমন কাটল স্বরা-ফাহাদের?

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০১ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম


‘ফুলশয্যার রাত’ কেমন কাটল স্বরা-ফাহাদের?

সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে সবাইকে এক রকমের চমকে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। 

জীবনের নতুন এই অধ্যায়ের শুরুতে বেশি কটাক্ষও শুনতে হয়েছে তাকে, কারণ ছেলে মুসলমান। 

তবে এসব কটাক্ষকে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না। ফুলশয্যার রাতের ছবি দিয়ে সে কথাই যেন বলেন দিলেন নববিবাহিত এই দম্পতি। 

ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, মা আমাদের এই রাতটার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। সিনেমার মতো যাতে হয় এই রাত, তার জন্য দৃঢ়প্রতিজ্ঞ আমার মা।  

বিয়ের দিনও মায়ের শাড়ি, গয়নাতেই সাজেন স্বরা। কনের সাজে ছবি দিয়ে স্বরা লিখেছিলেন, মায়ের শাড়ি এবং গয়না পরেছিলাম রেজিস্ট্রির দিন। পরিবারের সকলের ভালোবাসা আমাদের সঙ্গে ছিল, এ এক বড় আশীর্বাদ। বিশেষ বিবাহ আইন অনুযায়ী আমরা দম্পতি হিসাবে নথিভুক্ত হলাম। 

এনএফ

Link copied