নজর কেড়েছে সজল-মিমের ‘গোলাপী’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৩, ০৬:১৪ পিএম


নজর কেড়েছে সজল-মিমের ‘গোলাপী’

সজল, মারিয়া মিম ও নির্মাতা ইভান মনোয়ার

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘গোলাপী’। এতে মারিয়া মিমের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। প্রথমবারের মতো জুটি বেঁধেই নজর কেড়েছেন সজল-মিম। এই জুটির অনস্ক্রিন রসায়নে মজেছে ভক্ত-দর্শকরা।

ইশতির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুভ এক্স বেলজি এবং দ্য টিএক্স। সংগীতায়োজন করেছেন এরডনেক্স। ড্যান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

নতুন গানচিত্রটি নিয়ে নির্মাতা ইভান মনোয়ার ঢাকা পোস্টকে বলেন, ‘আইটেম নাম্বার ও পার্টি সং এর মিশেল রয়েছে গানটিতে। সেভাবেই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকরা এনজয় করবে।’

নতুন গানে নতুনভাবে হাজির হচ্ছেন জানালেন মিম। তার কথায়, ‘এই মিউজিক ভিডিওটি আমার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমার ফ্যান-ফলোয়ার এবং দর্শকরা নতুনভাবে আমাকে স্ক্রিনে দেখবে। মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে এটা বিশ্বাস করি।’

ইতোমধ্যে মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগই গানচিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন।

কেএইচটি

Link copied