হিন্দি গানে বাংলাদেশি ফাহিমের চমক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ মার্চ ২০২৩, ০১:১৯ পিএম


হিন্দি গানে বাংলাদেশি ফাহিমের চমক

বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তরুণ সংগীতশিল্পী ফাহিম ইসলাম। মাতৃভাষা বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানেরও চর্চা করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ এরই মধ্যে ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে।

আবারও হিন্দি গানে চমক দেখালেন বাংলাদেশি সংগীত তারকা ফাহিম। তার এবারের গানের শিরোনাম ‘গালি গালি’। এটির কথা লিখেছেন দেবায়ন তরাফদার। কলকাতার অম্লান চক্রবর্তীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন বব।

কথার সঙ্গে মিল রেখে বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে নায়কের ভূমিকায়ও নজর কেড়েছেন শ্রোতাপ্রিয় গায়ক ফাহিম ইসলাম। তার বিপরীতে নায়িকা চরিত্রে দেখা গেছে মডেল আলিশা ইসলামকে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

সম্প্রতি ইউটিউবে ‘ডেডলাইন রেকর্ডস’ চ্যানেলে ‘গালি গালি’ গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে।

কণ্ঠে দ্বিতীয়বারের মতো হিন্দি গান তোলা প্রসঙ্গে ফাহিম বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনো সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া। এই গানটি বলিডড মানের হয়েছে। যারা শুনেছেন সবাই ভালো বলেছেন। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতাদের মাঝে আরও বেশি ছড়িয়ে যাবে।’

এই সংগীতশিল্পী আরও জানান, সামনে তিনি ইংরেজি ভাষার গানও গাইবেন। পৃথিবীর আরও অনেক ভাষায় গাওয়ার ইচ্ছা আছে তার।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া প্রায় ১৫টি একক গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরসহ অনেকের সঙ্গে।

কেএইচটি

Link copied