আনিসা-সজীবের কণ্ঠে বাংলাদেশ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২১, ০৩:১৪ পিএম


আনিসা-সজীবের কণ্ঠে বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো এ সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী আতিয়া আনিসা ও সজীব দাশের কণ্ঠে দেশাত্মবোধক গান ‘বাংলাদেশ’।

গীতিকবি এ মিজানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাশ। ভিডিওটি নির্মাণ করেছেন আল-আমিন।

গানটি প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘এ বছর আমরা স্বাধীনতার ৫০ বছর পার করছি। আর বিশেষ এই সময়ে বিশেষ এই গানটি গাইতে পেরে আমি আনন্দিত। গানটির কথায় দেশপ্রেমকে গভীরভাবে তুলে ধরা হয়েছে।’

লেজার ভিশন কর্তৃপক্ষ জানায়, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এমন একটি দেশের গান সকল শ্রোতা-দর্শকদের উপহার দিতে পেরে আমরা গর্বিত। দারুণ কথা-সুরের পাশাপাশি আনিসা-সজীবের চমৎকার গায়কী গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

আরআইজে

Link copied