পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক আসিফ ইমরোজ

পুত্রসন্তানের বাবা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আসিফ ইমরোজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।
রোববার (১১ জুন) দুপুরে ফেসবুকে নবজাতক সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন আসিফ। যেখানে সন্তানকে পরম মমতায় কোলে জড়িয়ে হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পিতা পুত্রের কথোপকথনের মুহূর্ত। বাবা হলাম। দোয়া রাখবেন সবাই।’ মন্তব্যের ঘরে নায়ককে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামক রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন আসিফ ইমরোজ। ওই প্রতিযোগিতায় তিনি প্রথম রানার্সআপ নির্বাচিত হন। এরপর থেকে বিভিন্ন গানের মডেল হিসেবে কাজ শুরু করেন।
২০১৪ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন আসিফ। এরপর ২০১৮ সালে রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’ ও ড. এলা পরিচালিত ‘কাঁচা লঙ্কা’ নামে দুটি ছবিতে অভিনয় করেন।
আসিফ ইমরোজকে শেষবার দেখা গিয়েছিল দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ (২০২১) ছবিতে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে প্রার্থনা ফারদিন দিঘীর।
পিতা পুত্রের কথপোকথনের মুহূর্ত। বাবা হলাম। দোয়া রাখবেন সবাই....
Posted by Asif Imrose on Saturday, June 10, 2023
কেএইচটি