নতুন বছরে জয়া আহসানের উপহার

নতুন বছর উপলক্ষে দর্শকদের নিজের সিনেমা উপহার দিলেন জয়া আহাসন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’ থেকে নির্মিত প্রথম সিনেমা ‘দেবী’। এটি মুক্তি পায় ২০১৮ সালে। নতুন বছর উপলক্ষে সিনেমাটি আবারো মুক্তি দিলেন জয়া আহসান।
সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও সৈনিক ক্লাব (ঢাকা) হল দুটিতে ১ জানুয়ারি মুক্তি পায় ‘দেবী’। জয়া আহসান তার ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেন। তিনি লেখেন, ‘সবাইকে 'সি-তে সিনেমা'র পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা চলচ্চিত্র নির্মাণ করি বড়পর্দায় প্রদর্শন করার জন্য। যারা বড়পর্দায় চলচ্চিত্র উপভোগ করতে চান তাদের জন্য 'সি-তে সিনেমা' প্রযোজিত দেবী চলচ্চিত্রটি আবারও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।’
হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেবী’। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এই সিনেমায় মিসির আলী চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।
রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও নীলু চরিত্রে দেখা গেছে শবনম ফারিয়াকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের।
২০১৫-১৬ সালের সরকারি অনুদান ‘দেবী’ নির্মিত হয়েছে। মুক্তির পর ব্যাপক প্রসংশা কুড়ায় সিনেমাটি। সফলভাবে অনেকদিন চলেছে সিনেমা হলে।
৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার পায় ‘দেবী’। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার পর জয়া আহসান। শ্রেষ্ঠ রূপসজ্জাকার বিভাগে পুরস্কার পান ফরহাদ রেজা মিলন।
এমআরএম