সংগীতাঙ্গনে খাদ্য উপহার দিল গীতিকবি সংঘ

মহামারির মধ্যে বন্ধ রয়েছে সকল স্টেজ শো। এমন অবস্থায় সংগীতাঙ্গনের অনেকেই সমস্যার মধ্যে ভালো সময়ের দিন গুনছেন। এবার তাদের পাশে দাঁড়াল গীতিকবি সংঘ। ১৫০ জন গীতিকবি, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের বাসায় পৌঁছে দেওয়া হলো খাদ্য উপহার।
গীতিকবি সংঘের এই উদ্যোগে সহায়তা করেছে পারটেক্স গ্রুপের এম এ হাসেম ট্রাস্ট। সংগঠনের পক্ষ থেকে উপহার বুঝে নেন দুই সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও কবির বকুল এবং সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেল।
আসিফ ইকবাল এই প্রসঙ্গে বলেন, ‘শুধু ঢাকায় নয়। বিভিন্ন জেলাতেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ধশতাধিক খাদ্য উপহারের প্যাকেট পাঠানো হয়েছে সংগীতের সঙ্গে জড়িত বিভিন্ন স্তরের শিল্পীদের কাছে।’
জুলফিকার রাসেল বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনের মানুষগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত। সব শো বন্ধ। ফলে সংগীতের সঙ্গে জড়িত অসংখ্য বন্ধুরা দুঃসময়ে আছেন। মূলত সেই তাগিদ থেকেই পারটেক্স গ্রুপের সহযোগিতায় আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই ভালোবাসার হাত সামনেও বাড়িয়ে দিতে চাই।’
এমন ক্রান্তিকালে এই উদ্যোগের প্রশংসা করছেন সংশ্লিষ্ট সবাই। সুরকার ও কনসার্ট আয়োজক অভিজিৎ চক্রবর্তী জিতু বলেন, ‘অসাধারণ উদ্যোগ এটি। বিশেষ করে যন্ত্রশিল্পীরা এই মহামারিতে বিপদে আছেন। যাদের একমাত্র অবলম্বন স্টেজ শো। যারা না খেয়ে থাকলেও মুখফুটে চাইতে পারেন না। গীতিকবি সংঘের উদ্যোগে আমি নিজে প্রায় ৩০ জন যন্ত্রশিল্পীকে এই খাদ্য উপহার পৌঁছে দিয়েছি। অন্য সংগঠনগুলোরও এভাবে মানবিক উদ্যোগ নেওয়া জরুরি।’
এমআরএম