টালিগঞ্জে শুটিং বন্ধের ঘোষণা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২১, ১১:৫৮ এএম


টালিগঞ্জে শুটিং বন্ধের ঘোষণা

করোনার ভয়াবহতার মধ্যেই এতদিন সবই চলেছে পশ্চিমবঙ্গে। গত কয়েক মাস রাজনীতির মাঠে পুরোদমে ব্যস্ত ছিলেন টলিউড তারকারা। তবে নির্বাচন শেষ হতেই পাল্টে যায় রাজ্যের চিত্র। 

এবার টালিগঞ্জের শুটিং বন্ধের ঘোষণা দেওয়া হলো। কিন্তু এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার কথা বলছেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস। শর্তসাপেক্ষে শুটিং চালানোর অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘জি নিউক’কে স্বরূপ বিশ্বাস বলেন, ‘এই শিল্পে কাজ করলেই টাকা পাওয়া যায়। ইন্ডাস্ট্রিতে নো ওয়ার্ক নো পে। তাই শর্তসাপেক্ষে ছাড়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। তিনি যদি কোনও ব্যবস্থা করেন আমরা কৃতজ্ঞ থাকব।’ এ বিষয়ে আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

টালিগঞ্জের ৭০০ জনেরও বেশি কলাকুশলীর রেপিড টেস্ট করানো হয়েছে। তাদের মধ্যে মাত্র ৩৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। যাদের বেশিরভাগ হেয়ারড্রেসার, মেকআপ আর্টিস্ট, ড্রেসার, মেকআপ সহকারি। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর করোনা পরিস্থিতে শুটিং বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী টেকনিশিয়ানদের ৫০ লাখ টাকা দিয়েছিলেন। আশা করা হচ্ছে এবারও সাহায্য পাওয়া যাবে। কারণ ৩০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। 

আগামী দুই সপ্তাহ জরুরি পরিষেবা ছাড়া বাকি সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। আগেই লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল। এবার বাস, মেট্রো ও ফেরি সেবাও সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা এলো। 

এমআরএম/আরআইজে

Link copied