‘রণবীরকে মেরে ফেললেই কি সমাধান’ - প্রশ্ন অভিনেতার

সময় রায়নার শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ বাবা-মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন রণবীর এলাহাবাদিয়া নামের এক ইউটিউবার। এ ঘটনায় মৃত্যুর হুমকি পাচ্ছেন বলেও দাবি রণবীরের।
এদিকে সেলিব্রিটি থেকে বেশ কিছু রাজনীতিবিদ, রণবীরের বিরুদ্ধে প্রতিবাদ করলেও, ভারতের তারকা মহলের অনেকেই তাকে সমর্থন করছেন; তাদের একজন অভিনেতা আমির আলি।
আমির আলির কথায়, যেহেতু রণবীর ক্ষমা চেয়েছেন, তাই তাকে ছেড়ে দেওয়া উচিত। এমনকী তার সঙ্গে থাকা রায়নার পক্ষেও দাঁড়ান অভিনেতা। তবে শুধু আমির আলিই নন, ভারতী সিং, রাখি সাওয়ান্তও রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নার পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন
আমির আলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়না- কেউই আমার বন্ধু নয়। রণবীর যা বলেছে তা একেবারেই ভুল ও অন্যায়। তার এটা একদমই বলা উচিত হয়নি। রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়না খুব বড় ভুল করেছেন, এমনকী ক্ষমারও অযোগ্য। এখন তাদের যে ভুলটি হয়েছে, এতে মেরে ফেললে রাগ মিটবে? দেশে তো আরও বড় সমস্যা রয়েছে। আমার মনে হয় সেই দিকে নজর রাখা উচিত।’
ইতোমধ্যেই রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রণবীরের বক্তব্যও নেওয়ার তার খোঁজও করে পুলিশ। এরপরই রণবীর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। যেখানে তিনি উল্লেখ করেন, ক্রমাগত মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি, ফলে আতঙ্কে কাটছে তার দিন।
ডিএ