ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে জীবনের লেখা গান!

ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড ফেসবুক পেজে স্থান পেলো বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি ও সাংবাদিক রবিউল ইসলাম জীবনের লেখা গানের চরণ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশের তারকা ফুটবলার শেখ মোরসালিনের ছবি পোস্ট করে ফিফা কর্তৃপক্ষ ক্যাপশনে জুড়ে দিয়েছেন জীবনের লেখা ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানের একটি লাইন, ‘লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও’। শেষে বাংলাদেশের পতাকাও জুড়ে দেওয়া হয়।
২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে এই গানটি তৈরি করা হয়। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি। কণ্ঠ দিয়েছেন ব্যান্ড দূরবীনের সদস্যরা।
সেই গান এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। বিশেষ করে ক্রিকেট কিংবা ফুটবল, কোনো খেলার ইভেন্ট মানেই গ্যালারিতে বেজে ওঠে রবিউল ইসলাম জীবনের লেখা এই গান।
এবার ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজেও জায়গা করে নিল ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানের লাইন। পোস্টটি শেয়ার করার ১০ ঘণ্টায় দেড় লাখ রিয়েক্ট পড়েছে। মন্তব্য করেছে প্রায় ৮ হাজার মানুষ। যারা সবাই বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
ফিফার পেজে নিজের লেখা গান দেখার অনুভূতি জানিয়ে ঢাকা পোস্টকে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এটা বাংলাদেশের মানুষের গান। ২০১১ সালে যখন আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচ হয়, সেদিন আমার গানটা গ্যালারিতে বেজে ওঠে। তখন আমি মাঠেই উপস্থিত ছিলাম। সেই অনুভূতিটা যেমন ছিল, আজকে ফিফার পেজে গানটি দেখে একই অনুভূতি হলো।’
জীবন বলেন, আসলে এই গানটা তো এখন বাংলাদেশের মানুষের গান হয়ে গেছে। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানটা শোনা যায়। সকলের এই ভালোবাসাই প্রতিনিয়ত আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।
রবিউল ইসলাম জীবনের গান লেখার ক্যারিয়ার প্রায় দুই দশকের। সিনেমা, অডিও এবং নাটকের গান এখনও লিখছেন নিয়মিত। তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। পেয়েছেন প্রচুর স্বীকৃতিও। তবে সব ছাপিয়ে ২০২২ সালে ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানটির জন্য তিনি অর্জন করেন শ্রেষ্ঠ গীতিকবির জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এনএইচ