শাকিব খানের ‘দরদ’ দেখা যাবে এবার টিভিতে

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।
একইসময়ে বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এরপর চলতি বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দরদ’।
নতুন খবর হচ্ছে, অনন্য মামুন পরিচালিত এই সিনেমা এবার দেখা যাবে টেলিভিশন চ্যানেলে। এবারের ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করছে।
ফলে প্রথমবারের মতো বিনামূল্যেই টিভি পর্দায় সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।
আরও পড়ুন
সাইকো থ্রিলার গল্পে নির্মিত হয়েছে দরদ। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। সে একজন সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। তার স্ত্রী ফাতিমা সিনেমার নায়ক সরফরাজ খানের বিশাল ভক্ত। একদিন সরফরাজের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর দুলু মিয়া হয়ে উঠে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় সাইকো হয়ে উঠেন। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
‘দরদ’-এ দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।
এনএইচ