বিয়ের পর ভুয়া পরিচয়ে মেয়েদের সঙ্গে কথা বলতেন এই গায়ক

রিয়্যালিটি শো-এর মাধ্যমে জনপ্রিয়তা পান ভারতের গায়ক অভিজিৎ সবন্ত। তবে এখন সেভাবে তাকে দেখা যায় না। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কিছু গোপন কথা ফাঁস করলেন গায়ক।
চার বছর আগের কথা। রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই গায়ক। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। এরপর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক।
সম্প্রতি অভিজিতের কিছু মন্তব্য ঘিরে তোলপাড় তার ভক্তমহলে। কারণ, বিয়ের পর তিনি ঠিক কী কী কাণ্ড ঘটিয়েছেন, সে কথাই নিজের মুখে স্বীকার করেছেন গায়ক।
আরও পড়ুন
আপাতত এই গায়ক সংসারী। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক বলেছেন, ‘বিয়ে করার পর আমি ডেটিং অ্যাপে বেশ কিছু মেয়ের সঙ্গে কথা বলতাম।’ আর তার এই কথা শুনেই হতবাক অনুরাগীরা। অনেকে মেনে নিতে পারেননি বিয়ের পরেও এমনটা কেউ করতে পারেন বলে।
এখানেই থামেননি অভিজিৎ। গায়ক আরও বলেন, ‘আমি তখন আমেরিকায় গিয়েছিলাম। সেখানেই আমার এক বন্ধু এই ডেটিং অ্যাপের কথা বলে। তখন কৌতূহলের বশে একটা ভুয়া নামে অ্যাকাউন্ট খুলেছিলাম। কয়েক জন তরুণীর সঙ্গে কথাও বলতাম। এতে আমার মনে হয় না অন্যায়ের কিছু আছে।’
তবে বিষয়টি স্ত্রী জানলে কী করবেন, তা নিয়ে মাথা ঘামান না অভিজিৎ। তার বিশ্বাস, মনে সাহস থাকলেই সব করা সম্ভব। আর এ ক্ষেত্রে লুকোচুরির কিছু নেই।
ডিএ