শাকিব খান-আফরান নিশো ইস্যু নিয়ে যা বললেন রাফী

কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারের ঈদেও মুক্তি পেতে চলেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় আরও একবার প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক।
ইতোমধ্যেই ছবির টিজার ও টাইটেল গানে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এর চেয়েও বেশি আলোচনার সৃষ্টি করেছে সিনেমায় আফরান নিশোর একটি ক্যামিও চরিত্র।
শোনা যাচ্ছে, তাণ্ডবে ছোট্ট একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে নিশোর। যা নিয়ে নাখোশ শাকিব খান। বিষয়টি নিয়ে বেশ জটিলতায় পড়েছেন নির্মাতা রায়হান রাফী।
এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যেখানে রায়হান রাফীর কণ্ঠে একজনকে বলতে শোনা যায়, ‘নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে! সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে গিয়ে হোক, কিংবা জনসম্মুখে। এটা নিয়া আমার এবং ভাইয়া, কারও কোনও দ্বিমত নাই।’
বিষয়টি নিয়ে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। ভাইরাল অডিও ক্লিপটি আপনার কি না, এমন প্রশ্নে এই নির্মাতা বললেন- ‘দেখুন সিনেমা মুক্তির আগে কোনো ধরণের নেতিবাচক প্রচারণা চাই না। শাকিব ভাই ও আফরান নিশো দুজনেই স্টার, তাদের কাউকেই আমি ছোট করতে চাই না। আর অডিও’র যেই প্রসঙ্গটা, সেটা দুই-একদিনের মধ্যেই আমি পরিষ্কার করব। তার আগ পর্যন্ত সিনেমার ভালোর জন্যই আপনারা ধৈর্য্য ধরবেন আশা করি।’

এর আগে গত শনিবার (৩১ মে) ভারতে বসে শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুক পোস্ট দেন রায়হান রাফী। ক্যাপশনে তিনি লেখেন, আমরা একসাথে যা করতে পারি, একা কখনোই তা সম্ভব নয়। আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী।
আরও পড়ুন
এরপর সমালোচকদের উদ্দেশে নির্মাতা লেখেন, ‘চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদেও চিলে কান নিয়ে গেছে কিনা! গুজব থেকে ১০০০ হাত দূরে থাকুন।’
সবশেষে রাফি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডাবিং শেষ। ‘তাণ্ডব’ ঝড় আসছে। মেগাস্টার শাকিব খান। পরিচালক রায়হান রাফী।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই, এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে।
ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে ‘তাণ্ডব’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। যেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
এনএইচ