মৃত্যুর মুখ থেকে ফিরলেন ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা

জীবনকে যেন নতুন করে দেখলেন ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান। মাত্র ৩৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুমুখ থেকে ফিরেছেন ‘পঞ্চায়েত’ খ্যাত এ অভিনেতা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শুরু হয় নিবিড় চিকিৎসা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর আসিফ খান নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। হাসপাতালের সিলিংয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘টানা ৩৬ ঘণ্টা এই একই জিনিস দেখতে দেখতে জীবনকে অনুভব করছি। জীবনকে সহজভাবে নেওয়া উচিত নয় কারণ জীবন একটাই।’
আরও পড়ুন
তিনি আরও লিখেছেন, ‘তোমার কাছে যা আছে তার মূল্য দিতে শেখো। তোমার আশেপাশে যারা রয়েছেন তাদের সময় দাও। বোঝো জীবনে কে বেশি প্রাধান্য পাওয়ার মতো এবং তাদের যত্নে রাখো। জীবন আমাদের কাছে এক অমূল্য উপহার।’
উল্লেখ্য, আসিফ খান 'পঞ্চায়েত', 'পাতাললোক', 'মির্জাপুর'-এর মতো দর্শকপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।
এমআইকে