শুটিংয়ে অঘটন, ৬৫০ স্টান্টম্যানের দায়িত্ব নিলেন অক্ষয়

বলিউডের দেশাত্মবোধক ছবি বলতেই এখন উঠে আসে অক্ষয় কুমারের নাম। তবে শুধু পর্দায় নয়, এবার বাস্তবেই দেশের জন্য বড় সিদ্ধান্ত নিলেন খিলাড়ি খ্যাত এই অভিনেতা।
সম্প্রতি একটি ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং-এ মৃত্যু হয়েছে রাজু নামের এক স্টান্টম্যান এর। আর্য অভিনীত একটি তামিল ছবির শুটিং করছিলেন তিনি। এ ঘটনার পরেই চলচ্চিত্র জগতের স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সে সমস্যার সমাধান নিয়েই এবার হাজির হলেন অক্ষয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, সারা ভারতে ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তিনি। সম্প্রতি স্টান্ট ম্যানেজার বিক্রম দহিয়া জানিয়েছেন এ তথ্য। বিক্রম ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’-এর মতো ছবিতে স্টান্ট সংক্রান্ত কাজ করেছেন।
আরও পড়ুন
তিনি বলেছেন, ‘অক্ষয় স্যারকে ধন্যবাদ। প্রায় ৬৫০-৭০০ স্টান্টম্যান্ট এবং লড়াইয়ের দৃশ্যে যাদের ব্যবহার করা হয়, তারা এখন অনেকটাই সুরক্ষিত। প্রত্যেকের জন্যই স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা জনিত বিমা করা হয়েছে। কোনো স্টান্টম্যান যদি আহত হন ছবির সেটে অথবা সেটের বাইরে, তা হলে তারা পাঁচ থেকে সাড়ে পাঁচলক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।’
ছবিতে বিভিন্ন লড়াইয়ের বা স্টান্ট-এর কঠিন দৃশ্যের জন্য এই অভিনেতাদের নিযুক্ত করা হয়। এই দৃশ্যগুলোতে প্রাণের ঝুঁকিও থাকে। কিন্তু সেই তুলনায় তারা সঠিক পরিষেবা পান না, এমন অভিযোগ উঠেছে বার বার। তাই তারা আহত হলে যাতে চিকিৎসা পরিষেবা পান বা মৃত্যু হলে যাতে তাদের পরিবার ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করলেন অক্ষয়।
ডিএ