হাতশূন্য অবস্থা, ঋণ সামলাতে স্ত্রীর দিকে তাকিয়ে জাস্টিন বিবার

সময়টা ভালো যাচ্ছে না মার্কিন তারকা জাস্টিন বিবারের। বলা যায়, একরকম আর্থিক সংকটের মাঝেই কাটছে এই গায়কের জীবন। নিজের অসুস্থতা, এরপর শো- মিস; পরিণাম, মোটা টাকার লোকশান। তারই মাশুল গুনতে এবার দেয়ালে পিঠ ঠেকার অবস্থা এই তারকার! চলছেন স্ত্রীর আয়ে, হয়েছেন ঋণে জর্জরিত। এমন কঠিন সময়ে নিজের স্ত্রীই এখন শেষ ভরসা!
সম্প্রতি মার্কিন গণমাধ্যম টিএমজেড এর খবরে উঠে এসেছে এমনই তথ্য। নিজের সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন জাস্টিন বিবার; যা রীতিমতো পরিশোধে ব্যর্থ হচ্ছেন এই তারকা।
তবে এখন এই দেনা মেটাতে একটাই রাস্তা খোলা রয়েছে বিবারের কাছে। সেটি হলো বিবারের স্ত্রী হেইলির কসমেটিক ব্র্যান্ড ‘রোড’ বিক্রির টাকা! সদ্য কোম্পানিটি বিক্রির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সেটি বিক্রির অর্থ হাতে এলেই দেনা শোধ করতে পারবেন জাস্টিন বিবার।
আরও পড়ুন
এদিকে বিবারের স্ত্রী হেইলির সেই কোম্পানির দাম উঠেছে এক বিলিয়ন ডলার। এতে রয়েছে কিছু শেয়ার পার্টনারও; ফলে কোম্পানিটি বিক্রির পর প্রায় ৫০ মিলিয়ন ডলার অর্থ পেতে পারেন বিবার-হেইলি দম্পতি। আর সে অর্থ থেকেই শোধ করা যাবে ঋণ।

এদিকে ঋণ দিয়ে অনেকটা উদার মনেরও পরিচয় দিয়েছিলেন বিবারের সেই ম্যানেজার স্কুটার ব্রন। ২০২২ সালে বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে জাস্টিন বিবার তার ‘জাস্টিস ট্যুর’ বাতিল করতে বাধ্য হন। এতে আয়োজকদের বিপুল আর্থিক ক্ষতি হয়, যার একটি বড় অংশ স্কুটার ব্রাউন নিজের কোম্পানির মাধ্যমে বিবারের হয়ে পরিশোধ করেন।
এই ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২৬ মিলিয়ন ডলার। পাশাপাশি, বিবারের কাছে স্কুটার ব্রাউনের কমিশনের ১১ মিলিয়ন ডলার পাওনা ছিল। পরে কমিশনের সেখান থেকে অর্ধেকটা মাফ করেন স্কুটার। বেশ কাটছাঁট এর পর জাস্টিন বিবারের দেনার পরিমাণ দাঁড়ায় ৩১ মিলিয়ন ডলারে; যা পরিশোধ করবেন বলে সম্মত হন বিবার।
এদিকে একটি সুত্র টিএমজেডকে জানিয়েছে, এই মুহূর্তে জাস্টিন বিবার প্রায় পুরোটাই চলছেন তার স্ত্রী হেইলি বিবারের ওপর। বিবার ২০২৩ সালে তার গানের ক্যাটালগ ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করলেও কর, ব্যবস্থাপক, আইনজীবী, ব্যক্তিগত খরচ শেষে এখন হাতশূন্য অবস্থায় এই তারকা। যে কারণে এখন নিজের প্রাক্তন ম্যানেজারের টাকা শোধ করতেই হিমিসিম খাচ্ছেন বিবার।
ডিএ