রক কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

কিংবদন্তি হেভি মেটাল শিল্পী ও ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওজি ওসবার্ন মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তার মৃত্যু হয়। ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত ওসবার্নের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
তার পরিবারের পক্ষ থেকে সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি তার পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় বেষ্টিত ছিলেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।’ এদিকে ওজির মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।
আরও পড়ুন
ওসবার্ন সাবাথের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে জন্ম দেন হেভি মেটাল ঘরানার ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো গান। মাত্র তিন সপ্তাহ আগেই নিজের শহর বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে গান করেন। মঞ্চে ছিলেন তার অনুপ্রেরণায় গড়ে ওঠা মেটালিকা, গানস এন’রোজেসসহ আরও অনেকে রক ব্যান্ডের কিংবদন্তি শিল্পীরা।
২০২০ সালে ওজি ওসবার্ন জানান, তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত। এটি একটি স্নায়ুতন্ত্রের নড়াচড়া জনিত রোগ যা সময়ের সাথে সাথে খারাপ হতে থাকে। এর এক বছর আগে, ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে পড়ে গিয়ে তিনি আহত হন। যা ২০০৩ সালের একটি অল-টেরেইন ভেহিকেল দুর্ঘটনায় পাওয়া আঘাতকে আরও বাড়িয়ে দেয়।
এমআইকে