আমিরের বাড়িতে প্রশাসনের হানা, অবশেষে জানা গেল রহস্য

গত সোমবার বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে হঠাৎ করেই হাজির হন ২৫ জন ভারতীয় পুলিশ তথা আইপিএস কর্মকর্তা। এদিন সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাসভবনের বাইরে একটি ভিডিও প্রকাশ্যে আসেতেই বাড়ে উত্তেজনা। অবশেষে জানা গেল, কেন এ সকল অফিসারের উপস্থিতি ঘটেছিল আমিরের বাড়িতে।
সম্প্রতি বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আমির খান। ২৫ আইপিএস অফিসারের আগমন ঘিরে আমিরের জবাব ছিল, তারা শুধু সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই যান সেখানে।
আমিরের কথায়, আইপিএস অফিসারদের ব্যাচটি মুম্বাই সফর করছিলেন। সে সময় মুম্বাই পুলিশ অনুরোধ জানায়, ২৫ জন অফিসারের ওই দলটি আমার সঙ্গে এক ঘণ্টা সময় কাটাতে চায়। তাই আমি তাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাই।
আরও পড়ুন
বলে রাখা ভালো, প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে ওঠাবসা আমিরের জন্য নতুন নয়। ‘সরফারোশ’ ছবির শুটিংয়ের সময়েও তিনি তৎকালীন আইপিএস অফিসারদের সাহায্য নিয়েছিলেন।
এদিকে, আমিরের বাড়িতে ২৫ জন আইপিএস কর্মকর্তার উপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছিল। বলিউডের একাংশের দাবি, আমিরের আগামী ছবির জন্য কড়া নিরাপত্তা প্রয়োজন। সেই কারণেই তার বাড়িতে বৈঠক করতে আইপিএস অফিসারেরা এসেছিলেন। আর একদলের দাবি, বিলাসবহুল গাড়ির কারণে নাকি সমস্যায় জড়িয়েছিলেন নায়ক।
ডিএ