‘মির্জা টু’: ফের রণমঞ্চে অঙ্কুশ, খলনায়কে যীশুর চমক

বলিউড ও দক্ষিণী সিনেমায় নিজের দাপট দেখিয়ে চলেছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু হৃদয়ের টান তাকে বাংলা থেকে দূরে থাকতে দেয়নি। তাই এবার রাজকীয় প্রত্যাবর্তন টালিউডে। শুধু অভিনয় নয়, প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রেও পা বাড়িয়েছেন অভিনেতা; আর এই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে অঙ্কুশ হাজরার ‘মির্জা টু’।
প্রথম ‘মির্জা’য় দর্শক দেখেছিলেন অ্যাকশন, আবেগ আর এক দুর্দান্ত ভিলেন কৌশিক গাঙ্গুলিকে। কিন্তু গল্পের স্রোতে কৌশিকের চরিত্রের সমাপ্তি ঘটে। তাই সিক্যুয়েলে আসছে এক নতুন ও তুখোড় ভিলেন। মূলত, সেই ভিলেনই হচ্ছেন যীশু সেনগুপ্ত।
এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘যীশুদা আবারও দুর্দান্ত খলনায়ক হয়ে আমার বিপরীতে থাকবেন, আর মির্জাকে সমানে-সমানে টক্কর দেবেন।’
বলিউডে সাফল্যের পর যীশুর এই বাংলা প্রত্যাবর্তন যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে টালিউডে। নতুন বছরের শুরুতেই শুরু হবে শুটিং। এর মধ্যেই দর্শকমনে তৈরি হয়ে গেছে প্রতীক্ষার ঝড়।
আরও পড়ুন
এখানেই শেষ নয় চমক। কিছুদিন আগে শোনা যায়, ছবির পরিচালক বদলে যেতে পারেন। কিন্তু গুঞ্জন থামিয়ে অঙ্কুশ নিজেই জানালে, প্রথম ছবির মতোই পরিচালনার দায়িত্বে থাকছেন সুমিত-সাহিল জুটি। আর প্রযোজনার ভার সামলাবেন সানি ঘোষ রায় ও স্নিগ্ধা বসু।
নায়িকা হিসেবে থাকছেন ঐন্দ্রিলা সেন, তবে এবার তার চরিত্র আরও বেশি অ্যাকশন। মুম্বাইয়ের একদল বাঙালি চিত্রনাট্যকার লিখছেন ছবির গল্প, যা নাকি আরও তীক্ষ্ণ এবং নাটকীয় হতে চলেছে বলে মত দর্শকদের।
ডিএ