ওটিটিতে বাংলায় ‘কুরুলুস ওসমান’ সিজন ৬

বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে বাংলায়, ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপে।
সম্প্রতি টফি একটি চুক্তি করেছে, যার মাধ্যমে সিরিজটির ছয়টি সিজনই বাংলায় ডাব করে স্ট্রিম করা হবে। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকাহিনি এবার বাংলাভাষী দর্শক উপভোগ করতে পারবেন মাতৃভাষায়।
আরও পড়ুন
‘কুরুলুস ওসমান’ হলো জনপ্রিয় সিরিজ ‘দিরিলিস এরতুগ্রুল’-এর সিক্যুয়েল। এতে দেখানো হয়েছে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল ও বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনি। সীমান্তবর্তী এক ছোট গোত্রের নেতা থেকে ধীরে ধীরে শক্তিশালী শাসকে রূপান্তরিত হওয়ার গল্পে রয়েছে যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা ও প্রেমের মিশেল।
ওসমান বে’র চরিত্রে অভিনয় করেছেন তুর্কি তারকা বুরাক ওজচিভিত। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরও অনেকে।
ডিএ