ডিভোর্সের ১২ বছর পর কনে রূপে অভিনেত্রী, পাত্র ষাটোর্ধ্ব অভিনেতা!

হঠাৎ এমন দৃশ্য দেখলে জল্পনা শুরু হওয়া স্বাভাবিক। বলিউডের পর্দায় আর ব্যক্তিগত জীবনেও নানা ঘটনার জন্য আলোচিত অভিনেত্রী মহিমা চৌধুরীকে সম্প্রতি কনের সাজে দেখে অবাক হয়েছেন অনেকে। পরনে লাল টুকটুকে বেনারসি, সিঁথিতে সিঁদুর, আর পাশেই শেরওয়ানিতে ষাটোর্ধ্ব অভিনেতা সঞ্জয় মিশ্র।
এক যুগ আগে দাম্পত্য জীবনের ইতি টানা এই অভিনেত্রী কি তাহলে ৫২ বছর বয়সে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন? পাপারাজ্জিদের সামনে যখন নবদম্পতির মতো হাজির হয়ে মহিমা বললেন, ‘আপনারা বিয়েতে তো আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!’ তখন এই কৌতূহল আরও বেড়ে যায়।
তবে এই ভাইরাল ভিডিও এবং মিষ্টি বিতরণের নেপথ্যে কি সত্যিই ব্যক্তিগত জীবনের কোনো গোপন খবর লুকিয়ে আছে, নাকি এটি শুধু বলিউড ধাঁচের কোনো প্রচার কৌশল? সেই রহস্যই উন্মোচিত হলো সম্প্রতি।

আসলে মহিমা এবং সঞ্জয় মিশ্র ‘দুর্লভ প্রাসাদ কি দুসরি শাদি’ নামে এক সিনেমায় জুটি বেঁধেছেন। আর সিনেমার প্রচারের জন্যেই এমন পাবলিসিটি স্টান্ট দুই তারকার। সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডে কামব্যাক করলেন মহিমা চৌধুরী।
এই ছবিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে চমক না দিলে হয়? সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী।
ডিএ