ভারতের থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হরগজ’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ জুন ২০২১, ০৫:৩১ পিএম


ভারতের থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হরগজ’

ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘সবুজ সাংস্কৃতিক কেন্দ্র’র আয়োনে গতকাল (২০ জুন) থেকে শুরু হয়েছে চার সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’। এতে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের ‘স্বপ্নদল’-এর প্রযোজনা ‘হরগজ’।

জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি এই নাটক। আগামী বুধবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ‘সবুজ সাংস্কৃতিক কেন্দ্র’-এর ফেইসবুক পেজ ও ইউটিউিব চ্যানেল থেকে প্রচার হবে ‘হরগজ’।

২৮টি নাট্যপ্রযোজনায় সমৃদ্ধ এ ফেস্টিভ্যালে বাংলাদেশ ছাড়াও ইরান, ফ্রান্স, পাকিস্তান এবং ভারতের বিহার, আসাম, ত্রিপুরা, দিল্লি, পুনে, দেরাদুন, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের নানাস্থানের দর্শকনন্দিত প্রযোজনা প্রদর্শন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন আগে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ‘হরগজ’-এ সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হবার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি।

প্রযোজনাটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় শিশির সিকদার।

আরআইজে

Link copied